করোনা জয়ী সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা ও দোয়া মাহফিল
ইকরামুল আলম, (ভোলা) :
ভোলায় প্রেসক্লাবের আয়োজনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ্য হওয়া সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা ও অসুস্থ সাংবাদিকদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে প্রেসক্লাব হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে করোনা জয়ী সাংবাদিক দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টিফোর টিভির প্রতিনিধি জুন্নু রায়হান, যুগান্তরের স্টাফ রিপোর্টার ও জি টিভির প্রতিনিধি এম হেলাল উদ্দিন, বাংলানিউজ ও দেশ টিভির প্রতিনিধি ছোটন সাহা, দৈনিক আমাদের নতুন সময় প্রতিনিধি মশিউর রহমান পিংকু, সুরের ধারা সাংস্কৃতিক সংগঠনের পরিচালক উত্তম কুমারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এসময় ভোলা থেকে প্রকাশিত দৈনিক বাংলার কণ্ঠের উপদেষ্টা ও ভোলার বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলমসহ করোনা আক্রান্ত সাংবাদিকদের করোনা মুক্তি জন্য দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক ইকরামুল আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক এম হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক ও যুগান্তর-আরটিভির প্রতিনিধি অমিতাভ অপু, দপ্তর সম্পাদক সাংবাদিক ছিদ্দিকুল্লা প্রমূখ।