নেত্রকোণায় ছাত্রলীগের মানববন্ধন
আব্দুর রহমান, (নেত্রকোণা) :
কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি, এই স্লোগানকে সামনে রেখে ১৫ ও ২১ আগস্টে ঘটে যাওয়া নারকীয় হত্যাকান্ডে জড়িতদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করার দাবিতে নেত্রকোণায় মানববন্ধন করেছে জেলা ছাত্রলীগ।
রবিবার দুপুরে পৌরসভার সামনের সড়কে জেলা ছাত্রলীগের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোবায়েল আহমেদ খানের পরিচালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন, সহ-সভাপতি জহির রায়হান, সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন বাঁধন, রুমিত আয়াতসহ আরো অনেকেই ।
এ সময় ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িতদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের জোর দাবি জানান।