ট্যুরিস্ট পুলিশ এর অগ্নি নিরাপত্তা মহড়ার আয়োজন
গতকাল ২৯ আগস্ট ট্যুরিস্ট পুলিশের ভবনসমূহের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করণের লক্ষ্যে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী, ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে তাত্ত্বিক এবং ট্যুরিস্ট পুলিশ ঢাকা রিজিয়ন অফিসের সামনের মাঠে অগ্নি নিরাপত্তা মহড়ার (ব্যবহারিক) আয়োজন করা হয়।
উক্ত অগ্নি নিরাপত্তা মহড়ায় ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সের অফিসার ও ফোর্সগণ অগ্নি নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তাত্ত্বিক ধারনা ও হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহন করেন। উক্ত মহড়া পরিচালনা করেন জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, সিনিয়র স্টেশন অফিসার, খিলগাও, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।