শেরপুর জেলা পুলিশ এর মাস্টার প্যারেড অনুষ্ঠিত
রবিবার (২৯ আগস্ট) পুলিশ লাইন্স শেরপুর ড্রিল সেডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন শেরপুর জেলা পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী। পুলিশ সুপার প্যারেড পরিদর্শন শেষে সন্তুষ্টি প্রকাশ করেন এবং জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন৷
পরবর্তীতে তিনি জেলা পুলিশের যানবাহনসমূহ, পুলিশ হাসপাতাল, ক্লথিং স্টোর, ডি-স্টোর, রেশন ষ্টোর, ও ফোর্সের মেস ও ব্যারাক পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
উক্ত মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন শেরপুর পুলিশ লাইন্স আরআই বিরাজ চন্দ্র সরকার।