অবসর গ্রহন করা সেকেন্দার আলীকে বিদায়কালে ফরিদপুর জেলা পুলিশ সুপার এর শুভেচ্ছা
আজ রবিবার (২৯ আগস্ট) ফরিদপুর জেলায় কর্মরত এএসআই(সঃ) সেকেন্দার আলী বার্ধক্য জনিত কারণে চাকুরী জীবন শেষে অবসর গ্রহন করেন।
এ সময় ফরিদপুর জেলার পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান, বিপিএমসহ অন্যান্য কর্মকর্তাগণের উপস্থিতিতে তার বিদায়কালে শুভেচ্ছা জানিয়ে, অবসরকালীন সময়ে পরিবার পরিজন নিয়ে বাকি দিনগুলো সুখে শান্তিতে কাটাতে পারেন সে জন্য পরম করুণাময়ের নিকট মঙ্গল কামনা করা হয়।
সর্বশেষে পুলিশ সুপারের নির্দেশে পুষ্প সজ্জিত পুলিশের গাড়িতে করে তাকে নিজ বাড়ীতে পৌঁছে দেয়া হয়।