শিরোনাম

South east bank ad

জয়পুরহাটে মাদক বিরোধী অভিযানে দুই জনের কারাদণ্ড

 প্রকাশ: ২৯ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

রাশেদ ইসলাম, (জয়পুরহাট) :

জয়পুরহাট জেলা আক্কেলপুর উপজেলায় টাস্কফোর্স কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক সেবন ও বহনের অপরাধে ২ জনকে ছয় মাস ও তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট এস.এম হাবিবুল হাসান।

রবিবার (২৯ আগষ্ট) দুপুরে উপজেলা প্রশাসনের টাস্কফোর্সের মাদক বিরোধী অভিযান চলাকালে গোপান সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জয়পুরহাট ও আক্কেলপুর থানা পুলিশ সামছুল (৬০) ও ইয়াসিন আলী(৪০) নামের দুই ব্যক্তিকে নেশা জাতীয় ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আক্কেলপুর পৌর শহরের নিচাবাজার এলাকার মৃত ছালেক মন্ডেলের ছেলে সামছুল মন্ডলেকে ৬ মাস ও শ্রীকৃষ্টপুর গ্রামের মৃত আব্দুলার ছেলে ইয়াছিন আলীকে ইয়াবা ট্যাবলেট সেবন ও বহনের অপরাধে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন, জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আমিনুর কবির, আক্কেলপুর থানা পুলিশ ও আনসার ভিডিবি সদস্যগন।

টাস্কফোর্সের অভিযান শেষে আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার এস. এম হাবিবুল হাসান বলেন, মাদ্রকের বিরুদ্ধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স। মাদক ব্যবসা ও সেবনকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না এবং এই অভিযান অব্যাহত থাকবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: