শিরোনাম

South east bank ad

শাজাহানপুরে মিনি ট্রাকসহ ২ গরু চোর গ্রেপ্তার

 প্রকাশ: ২৯ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া) :

বগুড়ার শাজাহানপুরে তালা ভেঙ্গে গরু চুরি করে ট্রাকে তুলে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে চোরচক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার দূর্গাপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে মনিরুল ইসলাম (২৯) এবং রংপুর কোতয়ালী থানার পালিচর মৌলভীপাড়ার মৃত দিলদার আলীর ছেলে মুক্তার হোসেন (৪০)।

রোববার বিকেলে মামলা দায়ের শেষে গ্রেপ্তারকৃত আসামীদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ১টার দিকে শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের পানিহালী গ্রামের তোজাম্মেল হকের ছেলে লাজেম প্রামানিকের বাড়ির মূল ফটকের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে গোয়াল ঘরে থাকা একটি বাছুর সহ তিনটি গরু চুরি করে চোর চক্রের সদস্যরা। এসময় গরুর মালিক প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘুম থেকে উঠে গোয়ালঘরে গরু দেখতে না পেয়ে চিৎকার দেয়। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে গরু গুলি খুঁজতে থাকে। একপর্যায়ে তারা লাজেম প্রামানিকের বাড়ির একটু অদুরে রাস্তার উপর চোরচক্রের সদস্যরা একটি মিনি ট্রাকে গরু গুলো উঠাতে দেখে চোর চোর বলে চিৎকার দেয়। বুঝতে পেরে চোরেরা গরুগুলো ফেলে রেখে দ্রুত ট্রাক নিয়ে পালিয়ে যায়। সাথে সাথে ঘটনাটি থানা পুলিশকে জানালে টহল পুলিশের একটি দল জামাদার পুকুর মোড়ে চেকপোষ্ট বসিয়ে ট্রাকসহ চোরচক্রের দুই সদস্যকে আটক করে। এসময় চোরচক্রের অপর দুই সদস্য কৌশলে পালিয়ে যায়। এঘটনায় গুরুর মালিক লাজেম প্রামানিক বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।

শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তারকৃত দুই আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দেয়া হয়েছে। অপর দুই আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। চুরির কাজে ব্যবহৃত ট্রাকটি থানায় আটক রয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: