মাধবপুরে পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার-৪
শেখ জাহান রনি, (মাধবপুর) :
হবিগঞ্জের মাধবপুরে পুলিশের পৃথক দুটি অভিযানে মাদক পাচারকারী সহ গ্রেফতার ৪। পুলিশ সুত্রে জানাযায়, রবিবার ২৯ আগস্ট উপজেলার চৌমুহনী ইউনিয়নের কালিকাপুর এলাকায় লেংড়া মিস্তিরি বাড়ির মোড় থেকে ৮০০ পিস ইয়াবা সহ ৩ জন কে গ্রেফতার করে ও ১টি সিএনজি ৫ টি মোবাইল ফোন এবং ১টি মোটরসাইকেল জব্দ করে।
আটককৃতরা জগদীশপুর ইউনিয়নের মৃত শংকর রায়ের ছেলে সঞ্জয় রায় সজীব (২৫), নাসির নগর উপজেলার ধর্মন্ডল ইউনিয়নের মৃত লাল মিয়া মাসুক মিয়া (৩০) ও একই গ্রামের মোঃ জমির আলীর ছেলে এনামুল (২৫)।
অপর একটি অভিযানে মাধবপুর পৌরসভার বাজার এলাকায় আল-আরাফা ইসলামি ব্যাকের বুথ থেকে টাকা চুরি করে নিয়ে যাওয়ার ঘটনায় ১ জনকে গ্রেফতার করা হয় তখন তার কাছ থেকে ৬৭ হাজার টাকা উদ্ধার করা হয়। আটককৃত উপজেলা আন্দিউড়া ইউনিয়নের কবির উদ্দিন চৌধুরীর ছেলে প্রবাল চৌধুরী প্লাবন।
এ বিষয়ে মাধবপুর থানা ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক সততা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে, আসামীদের কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।