শিরোনাম

South east bank ad

মুন্সিগঞ্জে গরুর ফার্ম পরিদর্শনে তিন দেশের রাষ্ট্রদূত

 প্রকাশ: ২৮ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

কায়সার সামির, (মুন্সিগঞ্জ) :

মুন্সিগঞ্জের লৌহজংয়ে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধি গরুর খামার ডাচ ডেইরি ফার্ম পরিদর্শন করেছেন ব্রাজিল, কসোভো ও মালদ্বীপের রাষ্ট্রদূত। শ (২৮ আগস্ট) দুপুরে ২ টার দিকে খামারটি পরিদর্শন করেন তারা।

পরিদর্শনে শেষ ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা ডি ওলিভেইরা জুনিয়র বলেছেন, বাংলাদেশ এখনও দুগ্ধ উৎপাদনে শতভাগ স্বয়ংসম্পূর্ণ নয়, তবুও যত বেশি দুগ্ধ উৎপাদন করতে পারবে তত কম আমদানি করবে। এতে করে অর্থনৈতিকভাবে বাংলাদেশ শক্তিশালী হবে।

ওলিভেউরা জুনিয়র আরো বলেন, ডাচ ডেইরি ফার্ম খুবই উৎপাদনশীল। এখানে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এটি একটি আদর্শ ফার্ম, একটি মডেল ফার্ম। ব্রাজিলের আবহাওয়া বেশ গরম। বাংলাদেশের চেয়েও গরম। আমি বিশ্বাস করি ব্রাজিলের গবাদি পশু এখানে নিজেদের মানিয়ে নিতে পারবে এবং তারা বেশ উৎপাদনশীল হবে।

পরিদর্শনে অংশনেয় কসোভোর রাষ্ট্রদূত গুনার ইউরিয়ার ও মালদ্বীপের রাষ্ট্রদূত শিরুজিমাত সামির ও ডাচ ডেইরি লিমিটেডের প্রধান নির্বাহী ও পরিচালক গিয়াসউদ্দিন।

প্রসঙ্গত, মুন্সিগঞ্জের লৌহজংয়ে বেসরকারি উদ্দ্যোগে প্রায় ১২৫ একর জমিতে নির্মাণ করা হয়েছে আধুনিক মডেল খামার ডাচ ডেইরি ফার্ম। খামারটিতে বর্তমানে দেশি বিদেশি জাতের ১২ শতাধিক গরু পালন করা হচ্ছে। পশু পালনে খামারটিতে ব্যবহার করা হয়েছে দেশে সর্বাধিক বিভিন্ন আধুনিক প্রযুক্তি। বর্তমানে প্রতিদিন ২২শ লিটার দুগ্ধ উৎপাদন হয় খামারটিতে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: