শিরোনাম

South east bank ad

সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

 প্রকাশ: ২৮ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সোহেল কান্তি নাথ, (বান্দরবান) :

ইস্টওয়েস্ট মিডিয়ার চার সম্পাদকসহ সিনিয়র সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বান্দরবানে মানবন্ধন অনুষ্ঠিত হয়।

শনিবার (২৮ আগস্ট) সকালে প্রেসক্লাবের সামনে ইস্টওয়েস্ট মিডিয়া গ্রুপের চার সম্পাদক, বিএমএসএফ এর সিনিয়র সহসভাপতি অনুসন্ধানী সাংবাদিক সাঈদুর রহমান রিমন, বিএফইউজের সহ সভাপতি রিয়াজ হায়দার সহ ১১ জনের বিরুদ্ধে হুইপ শামসুল হক চৌধুরী কর্তৃক ৫০০ কোটি টাকা মানহানি মামলার প্রতিবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাব এর সভাপতি মনিরুল ইসলাম মনু, সাধারণ সম্পাদক মিনারুল হক, সাবেক সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সিনিয়র সাংবাদিক ও প্রথম আলোর প্রতিনিধি বৌদ্ধ জ্যোতি চাকমা, বান্দরবান সাংবাদিক ইউনিয়নের সভাপতি আল ফয়সাল বিকাশ, সাধারণ সম্পাদক মংসানু মার্মাসহ জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন- মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে ৯ জন সাংবাদিকসহ ১১ জনের বিরুদ্ধে চট্টগ্রামের সাংসদ হুইপ শামসুল হক চৌধুরী ৫শত কোটি টাকার মিথ্যা মামলা দায়ের করে। এ ধরনের মামলা স্বাধীন সাংবাদিকতা, মুক্ত গণমাধ্যম ও সাংবাদিকদের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। তাই অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করে নেয়ার জোর দাবী জানান উপস্থিত বক্তরা।

উল্লেখ্য, ১৮ আগস্ট কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, ইংরেজি দৈনিক ডেইলি সানের সম্পাদক ইনামুল হক চৌধুরী, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজটোয়েন্টি ফোরের সিইও নঈম নিজাম, বাংলানিউজের সম্পাদক জুয়েল মাজহার, বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক সাইদুর রহমান রিমনসহ ১১ জনের বিরুদ্ধে চট্টগ্রামের সাংসদ হুইপ শামসুল হক কর্তৃক ৫০০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: