ভালুকায় গ্রামবাসীর মানববন্ধন
জাহিদুল ইসলাম খান, (ভালুকা) :
ময়মনসিংহের ভালুকা ডাকাতিয়া ইউনিয়নের চাঁনপুর গ্রামবাসী এক মহিলার মিথ্যা মামলা দায়ের সহ নানা অত্যাচারের ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে।
শুক্রবার বিকেলে ভালুকা উপজেলার ৮নং ডাকাতিয়া ইউনিয়নের চাঁনপুর (সিতার চড়) এলাকার সচেতন সমাজের আয়োজনে এ মানববন্ধন করা হয় মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা আঃ হালিম মেলেটারী জানান, চানপুর সিতারচর এলাকার লেবু মিয়ার স্ত্রী মোছাঃ বিলকিস আক্তারের অত্যাচারে অতিষ্ট আমরা। সে সামান্য কারনে এলাকার লোকজনের নামে মিথ্যা মামলা দায়ের সহ নানা অত্যাচারের করে আসছে।
সে আরও জানায়, লেবু মিয়ার স্ত্রী বিলকিস আক্তার সিতার চড় এলাকার বিভিন্ন মানুষকে হয়রানি মূলক মিথ্যা মামলা দায়ের, অসমাজিক কাজ, অকথ্য ভাষায় গালিগালাজ এবং সামাজিক রীতি নেওয়াজের কোন তোয়াক্কা না করেই এসব হয়রানি মূলক কাজ করে যাচ্ছেন। তার অত্যাচারে আমরা অতিষ্ঠ।
এ ব্যাপারে ইউপি মেম্বার ইউছুফ হোসেন মােবাইলে জানান, আমি অসুস্থ বিষয়টি আমি সুস্থ হয়ে সমাধান করব। ওই মহিলা এলাকার সবার সাথে সব সময় ঝগড়া ফ্যাসাদ লেগেই থাকে। আমি এ বিষয়ে কয়েকবার গ্রাম্যসালিশ করেছি।
অভিযুক্ত বিলকিস আক্তার এসব অভিযোগ অস্বীকার করে উল্টো গ্রামবাসী তাকে হয়রানি করছে বলে জানান। সে জানায়, গ্রামের লোকজন তাকে, বাড়ি হতে বের হওয়ার পথ বন্ধ ও পূর্ব শত্রুতার জেরে বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখছে।
গ্রামের মোঃ মফিজুল ইসলাম জানান,ওই মহিলার বাড়ীর সামনে আমার ফসলের জমি আছে। আমি ওই মহিলার অত্যাচারে কোন ফসল উৎপাদন করতে পারি না। তাই আমি চলাচলের রাস্তা রেখে আমার জমিতে আমি বেড়া দেই। তাকে কোন সময় অবরুদ্ধ করে রাখি নাই। তার ভয়ে গ্রামবাসী সব সময় আতংকিত থাকে।
মানববন্ধনে ওই এলাকার নারী,পুরুষ সহ প্রায় ২শত লোকজন উপস্থিত থেকে এসব বিষয় ও মহিলার অত্যাচারের স্থায়ী সমাধানসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।