নাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ আটক-১
সোহেল কান্তি নাথ, (বান্দরবান) :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ৮৯ হাজার পিস ইয়াবাসহ আব্দুর রহিম (৫৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৭ আগস্ট) সকালে উপজেলার ৩নং ঘুমধুম ইউনিয়নের বাংলাদেশ-মায়ানমার মৈত্রী সড়ক হইতে বেতবুনিয়া বাজারে যাওযার রাস্তার প্রবেশ পথ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত আব্দুর রহিম কক্সবাজার পৌরসভার ৭নং ওয়ার্ডের সৈয়দ আহমদের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে নাইক্ষ্যংছড়ি থানাধীন ০৩নং ঘুমধুম ইউনিয়নের বাংলাদেশ-মায়ানমার মৈত্রী সড়ক হইতে বেতবুনিয়া বাজারে যাওয়ার রাস্তার প্রবেশ মুখে অভিযান পরিচালনা করা হয়। এসময় আব্দুর রহিমকে তল্লাশি করা হলে তার কাছ থেকে ৮৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ কোটি ৬৯ লাখ টাকা। পরে তাকে আটক করে নাইক্ষ্যংছড়ি থানায় পাঠানো হয়।
এই বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন জানান, অভিযান চালিয়ে ইয়াবাসহ আব্দুর রহিম নামে কক্সবাজারের এক বাসিন্দাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মাদক মামলা করা হচ্ছে।