নিখোঁজের ৫দিন পর কুমার নদ হতে কিশোরের মরদেহ উদ্ধার
আরাফাত হাসান, (মাদারীপুর) :
মাদারীপুরে নিখোঁজের ৫দিন ১২ বছরের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সদর উপজেলার ঘটকচর এলাকার কুমার নদ থেকে আকাশের মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আকাশ সদর উপজেলার শিরখাঁড়া ইউনিয়নের শ্রীনদী এলাকার দেলোয়ার মজুমদারের ছেলে। সে তার মা-বাবার সাথে সদর উপজেলার পেয়ারপুরে আশ্রয়ন প্রকল্পে মুজিববর্ষে সরকারের দেয়া একটি ঘরে থাকতেন।
মাদারীপুর সদর মডেল থানার এসআই ফজলুল রহমান জানান, পেয়ারপুর এলাকার কুমার নদে গোসল করতে নেমে গত শনিবার (২১ আগস্ট) দুপুরে নিখোঁজ হয় আকাশ। পরিবারের লোকজন অনেক খোঁজখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে ঘটকচর এলাকায় একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ। একই সাথে নিহতের পরিচয় সনাক্ত করে পরিবারের লোকজন।