প্রতিরক্ষা সচিবের সভাপতিত্বে বিএনসিসি’র উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদপ্তর সংক্রান্ত উপদেষ্টা কমিটির এক বিশেষ সভা আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট ২০২১) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো: আবু হেনা মোস্তফা কামাল, এনডিসি এর সভাপতিত্বে বিএনসিসি’র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর আইন–২০১৬ এর বিধি চূড়ান্তকরণ এবং অন্যান্য প্রশিক্ষণ ও প্রশাসনিক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় বিএনসিসি এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও উপসচিব পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং সেনা, নৌ ও বিমান বাহিনী হতে প্রেরিত উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এর আগে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বিএনসিসি হেডকোয়ারটার্স-এ এসে পৌঁছালে রমনা রেজিমেন্ট এর ক্যাডেটদের সমন্বয়ে গঠিত একটি চৌকষ ক্যাডেট দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন।