শিরোনাম

South east bank ad

অসহায়দের বন্ধু পুলিশ সদস্য মোস্তাফিজুর

 প্রকাশ: ২৬ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ লিহাজ উদ্দিন, (পঞ্চগড়) :

পুলিশের সহকারি শহর উপ-পরিদর্শক (এটিএসআই) শেখ মোস্তাফিজুর রহমান। পরিচিতি পেয়েছেন মানবিক পুলিশ সদস্য হিসেবে। সুযোগ পেলেই বেড়িয়ে পড়েন সুবিধা বঞ্চিতদের খোঁজে। সাধ্যমত চেষ্টা করেন অসহায়দের পাশে দাঁড়ানোর। খাবার নিয়ে কখনো শহরের মানসিক ভারসাম্যহীনদের মাঝে, কখনো নিম্নআয়ের মানুষদের মাঝে দেখা যায় এই পুলিশ সদস্যকে। পাশে দাঁড়াতে দেখা গেছে অর্থসংকটে থাকা মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া ছাত্রদের মাঝে। অর্থাভাবে চিকিৎসা করতে না পারা গরীব মানুষের দিকেও বাড়িয়ে দেন সহায়তার হাত। আবার ছুটে যান এতিমখানার গরীব এতিম শিশুদের খোঁজে। এমন নানান মানবিক কাজের মাধ্যমে কর্মস্থলে বরাবরই যেমনি প্রশংসিত হয়েছেন, তেমনি হয়েছেন অসহায়দের বন্ধুও।

এটিএসআই মোস্তাফিজুর পঞ্চগড় জেলা পুলিশের মিডিয়া সেলে দায়িত্বে ছিলেন। সম্প্রতি বদলি হয়ে রংপুর জেলা পুলিশে স্থানান্তর হয়েছেন। আগামী ২৮ আগষ্ট সেখানে যোগদান করবেন বলে জানা গেছে। গত বছরের মার্চ মাসে পঞ্চগড়ে যোগদান করেন তিনি।

সম্প্রতি একটি ছবিতে দেখা যায়, পুলিশের পোষাক গায়ে একটি রেস্টুরেন্টে দুপুরের খাবার খাচ্ছেন মোস্তাফিজুর। পাশে বসে তার সঙ্গেই খাচ্ছেন ৭০ বছরের এক বৃদ্ধা।

ছবির বিষয়ে জানতে চাইলে মোস্তাফিজুর বলেন, ‘দিনটি বৃহস্পতিবার (১৯ আগষ্ট)। বাইরে গুড়িগুড়ি বৃষ্টি। বদলির খবরে তখন অনেকটাই মন খারাপ। প্রায় দেড় বছরের মায়া ছেড়ে বিদায় নিতে হবে। এদিকে দুপুর গড়িয়ে যাচ্ছে, ভিজে ভিজেই ওই রেস্টুরেন্টে গেলাম। সেখানেই দেখা হলো বৃদ্ধার। এদিক-সেদিক করে কি যেন চাচ্ছেন। মনে হলো তিনি ক্ষুধার্থ। ডেকে কাছে বসিয়ে আমিও খেলাম তাকেও খাওয়ালাম। পেটপুরে খেয়ে বৃদ্ধার তৃপ্ত হাসি তখন আমাকে বেশ আনন্দিত করেছে।’

মোস্তফিজুর রহমানের সঙ্গে কথা হলে তিনি জানান, অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য ‘ফুড ব্যাংক ফাউন্ডেশন, বাংলাদেশ’ নামের একটি অনলাইন ভিত্তিক প্লাটফর্ম প্রতিষ্ঠা করেছেন তিনি। সেখানে বেশ ক’জন দাতা সদস্য যুক্ত রয়েছেন। যারা তার প্রতিটি মানবিক কাজেই সার্বিক দিক থেকে সহযোগিতা করেন। এছাড়া পুলিশের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা সহযোগিতা করছেন তার এই মানবিক কাজ গুলোতে।
তিনি বলেন, ‘যেখানেই কর্মরত থাকিনা কেন, মানবিক কাজ অব্যাহত থাকবে'।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: