বরগুনায় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
এম.এস রিয়াদ, (বরগুনা) :
বরগুনা সদর উপজেলার ৬ নং বুড়িরচর ইউনিয়নের সোনাখালি বিলের বাড়ী এলাকা থেকে বুধবার (২৫ আগস্ট) গভীর রাতে ১০০ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন বরগুনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শহিদুল ইসলাম খান। গ্রেফতার কৃতরা হল- মোঃ মাজেদুল ইসলাম আলীম (৪০) ও মোঃ কামরুল খান (১৯)
পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শহিদুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ কে.এম তারিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে এ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এছাড়া এদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে।
আটককৃতদের বিরুদ্ধে বরগুনা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। আসামীদের থানা হেফাজতে রাখা হয়েছে। আজ তাদের আদালতে হাজির করা হবে। আশা করছি আদালত বিষয়টি আমলে নিয়ে জেল হাজতে প্রেরণ করবেন।