শিরোনাম

South east bank ad

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী স্মারক 'বঙ্গবন্ধু কর্নার' উদ্বোধন করলেন বিভাগীয় কমিশনার

 প্রকাশ: ২৬ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শেখ সাঈদ আহাম্মেদ সাবাব, (শেরপুর) :

শেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি শ্রদ্ধার নিদর্শনস্বরূপ জেলার কেন্দ্রীয় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার 'বঙ্গবন্ধু কর্নার' এর শুভ উদ্বোধন করা হয়েছে।

২৫ আগস্ট ২০২১ বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান প্রবেশপথের দ্বিতীয় তলায় সিঁড়ির পার্শ্বে দর্শনীয় স্থানে আনুষ্ঠানিকভাবে ফলক উন্মোচন ও ফিতা কেটে 'বঙ্গবন্ধু কর্নার' এর শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস।

নবাগত বিভাগীয় কমিশনারের শেরপুর জেলায় প্রথমবারের মতো পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শেরপুর জনাব মোঃ মোমিনুর রশীদ, পুলিশ সুপার জনাব হাসান নাহিদ চৌধুরী, উপ-পরিচালক, স্থানীয় সরকার জনাব এটিএম জিয়াউল ইসলাম, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব ফরিদা ইয়াসমিন, উপজেলা নির্বাহী অফিসার, সদর জনাব ফিরোজ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি), সদর জনাব তনিমা আফ্রাদ ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এছাড়া বিভাগীয় কমিশনার দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শন, সদর সদর উপজেলা ভূমি অফিস পরিদর্শন, সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন, জেলা পরিষদের উন্নয়ন প্রকল্প দর্শন, ঝিনাইগাতী উপজেলার বাঁকাকুড়া আশ্রয়ন প্রকল্পে মুজিববর্ষে পুনর্বাসিত গৃহহীন ও ভূমিহীন উপকারভোগীদের সাথে মতবিনিময়, পর্যটন বিকাশ ও উন্নয়নে গজনী অবকাশ কেন্দ্র ও নাকুগাঁও স্থলবন্দর দর্শন করেন।

জেলা প্রশাসক, শেরপুর মোঃ মোমিনুর রশীদ এর সভাপতিত্বে জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলার সামগ্রিক উন্নয়নচিত্র, পর্যটন, মুজিববর্ষে গৃহহীন ও ভূমিহীন পুনর্বাসন, করোনাভাইরাস মোকাবেলায় বিধিনিষেধ বাস্তবায়ন, মানবিক সহায়তা বিতরণ, জনসচেতনতা মূলক কার্যক্রম, মাস্ক ও অন্যান্য সুরক্ষা সামগ্রী বিতরণ, রেকর্ডরুম, খতিয়ান, ভূমি উন্নয়ন কর সহ সরকারি সেবাসমূহের ডিজিটাইজেশন ও অটোমেশন, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলা প্রশাসনের সামগ্রিক কার্যক্রম এর ওপর পাওয়ারপয়েন্ট উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) জনাব মুকতাদিরুল আহমেদ।

বিভাগীয় কমিশনার দিনব্যাপী পরিদর্শনে শেরপুর জেলার সামগ্রিক উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করার পাশাপাশি পর্যটন, শিক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জন্য বিশেষ উদ্যোগ, করোনাভাইরাস এর সংক্রমণ মোকাবেলায় মাস্ক পরিধান নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সকলকে সচেষ্ট হওয়ার আহ্বান জানান। এ সময় তিনি সরকারি কর্মচারি, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিবর্গের সমন্বিত উদ্যোগ প্রত্যাশা করে শেরপুর জেলার উন্নয়নে সরকারের দৃষ্টি আকর্ষণে সর্বদা পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: