জাতীয় ফুটবল দলে খেলবে শেরপুরের ছেলে আতিক
সাঈদ আহম্মেদ সাবাব, (শেরপুর) :
২৪ আগস্ট জাতীয় ফুটবল দলের হেড কোচ জেমি ডে কিরগিজস্থানে অনুষ্ঠেয় তিন জাতি টুর্নামেন্টের জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ২৩ সদস্যের নাম ঘোষণা করেন। ২৩ সদস্যের এ দলে এবার প্রথমবারের মতো ডাক পেয়েছেন আতিক।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলবেন সীমান্তবর্তী শেরপুর জেলার আতিকুজ্জামান। শেরপুর সদর উপজেলার কানাশাখোলা গ্রামের বাসিন্দা আতিক। শেরপুর শহরেই বেড়ে ওঠা তার।
আতিক ঢাকার মোহামেডানের হয়ে খেলেন। আগে জাতীয় দলের অনুর্ধ ১৯ এ খেলেছেন। জাতীয় স্কুল ফুটবল-২০১২ প্রতিযোগিতায় শেরপুর সদরের ফসিহ্ উল উলুম দাখিল মাদ্রাসার হয়ে প্রথম তৎকালীন ঢাকা বিভাগীয় ও জাতীয় পর্যায়ে ফুটবল খেলায় অংশগ্রহণ করেন। এবং সেসময় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলে সবার নজরে আসেন আতিক।
শেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত জানান, শেরপুরের মত সীমান্তবর্তী জেলা থেকে জাতীয় দলে সুযোগ পাওয়া আতিকের জন্য অতটা সহজ ছিল না। সে অনেক ভালো ফুটবল খেলে। জাতীয় দলের অনুর্ধ ১৯ দলেও খেলেছে। আমরা চাই আতিকের মতো আরও ভালো মানের ফুটবলার শেরপুর থেকে তৈরি হোক। যারা জাতীয় দলে খেলে শেরপুরকে মানুষকে গর্বিত করবে।’
এদিকে আতিকুজ্জামান জাতীয় দলে সুযোগ পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন শেরপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক হাকিম বাবুল, আতিকের শেরপুরের কোচ সাধন বসাকসহ অনেকেই। আরও শুভেচ্ছা জানিয়েছেন জেলা প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, ফসিহ্ উল উলুম দাখিল মাদ্রাসার সভাপতি আসাদুজ্জামান দুলাল, সুপার মাওলানা আনোয়ারুল ইসলাম।
এদিকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে এবার জামাল ভুইয়ার পর আরও দুই প্রবাসী খেলোয়াড় অন্তভুক্ত করা হয়েছে। এরা হচ্ছেন ১৮ বছর বয়সী ফ্রান্স প্রবাসী নাইব মোহাম্মদ তাহমিদ ইসলাম ও আর ২৫ বছর বয়সী কানাডা প্রবাসী রাহবার ওয়াহেদ খান। তাহমিদ খেলেন ফ্রান্সের পঞ্চম স্তরের লিগের ক্লাব ভের্তুতে। আর রাহবার খেলেন দেশটির সেমি প্রফেশনাল ওয়ান লিগ নর্থ টরেন্টো নিট্রোস ক্লাবের হয়ে।
আগামী ২ সেপ্টেম্বর কিরগিজস্থানে শুরুহতে যাচ্ছে তিন জাতি এ টুর্নামেন্ট। সেখানে অবশ্য দল চারটি। কিরগিজস্থান জাতীয় দলের সঙ্গে খেলবে তাদের অনূর্ধ্ব-২৩ দলও। আসরের অপর দল ফিলিস্থিন। ৫ সেপ্টেম্বর তাদের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। এ টুর্নামেন্ট খেলার জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দল ঢাকা ছাড়বে ২৮ অথবা ২৯ আগস্ট।
এদিকে জাতীয় দলে ডাক পেয়ে জেলাবাসীর কাছে দোয়া চেয়েছেন আতিক।