শিরোনাম

South east bank ad

ফরিদপুরে ট্রলার ডুবিতে দুই শিক্ষক নিখোঁজ

 প্রকাশ: ২৫ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

জাকির হোসেন, (ফরিদপুর) :

ফরিদপুরে ট্রলার ডুবিতে দুই শিক্ষক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। আজ বুধবার (২৫ আগস্ট) সন্ধ্যায় ফরিদপুর সদরের তাইজউদ্দীন মুন্সীর ডাঙ্গী এলাকায় এ ট্রলার ডুবির ঘটনা ঘটে।

জানা যায়, ফরিদপুর শহর থেকে বিকাল ৩ টায় ট্রলার ভাড়া করে ভ্রমণ করতে পদ্মায় যায় ১৪ জন শিক্ষক। পরে ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে জেলা সদরের ডিগ্রির চর ইউনিয়নের তাইজউদ্দিন মুন্সীর ডাঙ্গীর নদীর পাড় এলাকায় তীব্র স্রোতের মুখে ৩ নং পল্টনের সাথে সংঘর্ষে শিক্ষকদের বহন করা ট্রলারটি ডুবে যায়। এ সময় ১২ জন শিক্ষক সাঁতার কেটে পাড়ে উঠতে পারলেও আজমল ও আলমগীর নামের দুই শিক্ষক নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধার করতে কাজ করছে এলাকাবাসী।

ফরিদপুরের ডিগ্রির চর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু ট্রলার ডুবির সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ শিক্ষকদের উদ্ধারে এলাকাবাসী কাজ করছেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: