নেত্রকোনায় জুয়েলারী দোকানে সিলিন্ডার বিস্ফোরণ
আব্দুর রহমান, (নেত্রকোণা) :
নেত্রকোণায় জুয়েলারী দোকানে সিলিন্ডার বিস্ফোরণে নান্টু সরকার (৪০) নামে এক ব্যবসায়ী আহত হয়েছে। বুধবার (২৫ আগস্ট) সকালে পৌর শহরের ছোটবাজার এলাকায় রাজ শিল্পালয় নামে এক জুয়েলারী দোকানে এই দুর্ঘটনাটি ঘটেছে। আহত নান্টু সরকার ওই দোকানের মালিক। তিনি শহরের নাগড়া এলাকার বাসিন্দা।
নেত্রকোণা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টাফ অফিসার মোঃ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরো জানায় আজ সকাল ১০টার দিকে শহরের ছোটবাজারস্থ ওই দোকানে সোনা-রূপার ঝালাই কাজ করার সময় হঠাৎ করে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় দোকান মালিকের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে দ্রুত তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়াও দোকানের অন্যান্য আসবাবপত্র সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।