'স্মরণে শ্রদ্ধায় ৭৫'
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি আজ বিকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ আওয়ামী লীগের আগস্ট মাসব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপকমিটি আয়োজিত 'স্মরণে শ্রদ্ধায় ৭৫' অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপকমিটির সভাপতি মঞ্চসারথি আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রী ডা: দীপু মনি এমপি এবং সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু।