কবরস্থান দখল করে পাঁচ লক্ষ টাকার বাশঁ লুট
শামীম আলম, (জামালপুর) :
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় নিলাক্ষীয়া ইউনিয়নের জানকিমোড় নতুন বাশঁকান্দা গ্রামে একদল সন্ত্রাসী গুরুস্থানসহ চার পুরুষের জমি দখল করেছে। জমিতে প্রায় ৫ লক্ষ টাকার বাশঁ কেটে ট্রাক ভর্তি নিয়ে যায় সন্ত্রাসী বাহিনী দল।
অসহায় রিক্সা চালক নুরুল ইসলাম জানায়, এই জমি আমার দাদা সিএস মূলে ৯০ বছর যাবত পুত্রিক সম্পত্তি হিসাবে ভোগ দখল করে আসছে। আমার বাবা মুনছুর বিআরএস আরোও আর প্রায় ৮৫ বছর যাবত ভোগ দখল হিসাবে রয়েছেন। আমি অসহায় রিক্সা চালক নুরুল ইসলাম প্রায় ৩০ বছর ভোগ দখল করে আছি। এই জমিতে আমার চার পুরুষের কবর রয়েছে। এই জায়গা একটা গোরুস্থান সবাইকে মাটির নিচে যেতে হবে। এই ভাবে দলবল নিয়ে এসে আমার চার পুরুষের গোরুস্থান ও ৫ লক্ষ টাকার বাশঁ কেটে ট্রাক ভর্তি করে নিয়ে যায় লালু ও নজরুল। আমার কোন লোক না থাকায়, আমি একজন রিক্সা চালক গরীব মানুষ , থানায় মিথ্যা জিডি করে আমাকে হয়রানি করেছে। আমি পুলিশ সুপার নাছির উদ্দিন স্যারের নিকট আবেদন আমার বিষয়টি সু দৃষ্টি দেয়ার জন্য।
তিনি আরও জানায়, বিআর এস আমার নামে খারিজ করা। সংক্ষিপ্ত আমার জমির মালিকেদের পরিচয় দিলাম, আমার বড় দাদার নাম তহির মামুন ও ছোট দাদার নাম ফকির মামুন এরা আপন দুই ভাই। বড় দাদার ঘড়ে এক ছেলে মুনছুর আলী, ছোট দাদার ঘড়ে দুই ছেলে দুই মেয়ে, ফকির মামুনের ঘড়ে ১। জুর আলী , ২। সওদাগড় ৩। জব্বা ফুল ৪। বুলি এরা চারজন। তহির মামুনের ছেলে মুনছুর আলী ,তার ঘড়ে ১। নুরুল ইসলাম ২। জায়েদা খাতুন ৩। মনুজা। তারা এই জমি চার পুরুষ যাবত দখল করে বসবাস করিতাছে। রেওয়াজ মূলে দলিলের মাধ্যামে জুর আলী বিত্রিু করে বাচ্চু মিয়ার কাছে ১৯৯৩ সালে। আবার ১৯৯৫ সালে বাচ্চু মিয়ার জায়গা বিত্রিু করে ছাপ কওলা মূলে নুরুল ইসলামের কাছে। এই জমি জুর আলী আনুমানিক এক বছর আগে লালু ও নজরুল লিখিত নিয়ে গুরুস্তান সহ ৫ শতাংশের জমির ট্রাক ভর্তি করে বাশঁ কেটে নিয়ে যায়। লালু ও নজরুল একের এক হুমকি দিয়ে আসছে অসহায় রিক্সা চালক নুরুল ইসলামকে। এব্যাপারে নুরুল ইসলাম কোর্টে মামলার করার প্রস্ততি নিচ্ছে।
নিলাক্ষীয়া ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন , দুই পক্ষকে ডেকেছিলাম আসেনাই, বাশেঁর ব্যাপারে আমি জানিনা।