শিরোনাম

South east bank ad

‘মাস্ক আমার, সুরক্ষা সবার’ শীর্ষক কর্মশালা

 প্রকাশ: ২৪ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মেহের মামুন, (গোপালগঞ্জ) :

গোপালগঞ্জে করোনা ভাইরাসরোধে “মাস্ক আমার, সুরক্ষা সবার” বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনু‌ষ্ঠিত হয়েছে।

এটুআই এর সহযোগীতায় গোপালগঞ্জ জেলা প্রশাসন এ কর্মশালার অায়োজন করে।

মঙ্গলবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় জেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, এনডিসি মোহসিন উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রহমান খান, কাউন্সিলর নাজমুল হাসান, মেডিকেল অফিসার ডা: সাকিবুর রহমান, জেলা চেম্বার অব কমার্সের সহ-সভাপতি শেখ মোশারফ হোসেন, বড় বাজার কমিটির সভাপতি দাউদ আলী শেখ, সাংবাদিক প্রসূন মন্ডল প্রমূখ বক্তব্য রাখেন।

কর্মশালায় করোনা ভাইরাসরোধে বিভিন্ন বিষয়ে বিস্তর অালোচনা করা হয়। এ সময় ডকুমেন্ট‌রি প্রদর্শন করা হয়।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে ও সংক্রম ঠেকাতে অবশ্যই আমাদের মাস্ক পরিধান করতে হবে। মাস্ক পরিধান করলে ৮০ ভাগ করোনা সংক্রম ঠেকানো সম্ভব। এটি আইন করে নয় নিজের ও পরিবারের সুরক্ষার মাস্ক পরিধান করতে হবে এবং এটি অভ্যাসে পরিনত করতে হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: