নেত্রকোণায় জনউদ্যোগের প্রেস-ব্রিফিং
আব্দুর রহমান, (নেত্রকোণা) :
নেত্রকোণায় জনউদ্যোগের বার্ষিক কার্যক্রম বিষয়ক এক প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। আইইডি ঢাকা’র সহযোগিতায় মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় নেত্রকোনা পৌরসভা ভবনের আব্বাস আলী খান স্মৃতি মিলনায়তনে এই প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়।
জনউদ্যোগ-এর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী’র সভাপতিত্বে প্রেসব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম খান।
প্রেসব্রিফিংয়ে মহামারী করোনা পরিস্থিতিসহ জেলার সার্বিক উন্নয়ন ও পরিবেশ নিয়ে জনউদ্যোগ যে সমস্ত কার্যক্রম পরিচালনা করে তা তুলে ধরে আগামীতে করণীয় সম্পর্কে উপস্থিত জনগনের মতামত চাওয়া হয়।
উপস্থিত জনগন মগড়া নদীর দুষন ও দখল রোধ করে দুই তীরের সুন্দর্য বর্ধন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, বৃক্ষরোপনের মাধ্যমে নগর সবুজায়ন কোমলমতি শিশু কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে অবিলম্বে খুল খোলে দেয়া ও নির্মল চিত্ত বিনোদনের জন্য পর্যাপ্ত খেলার মাঠ ও শিশু পার্ক নির্মাণ, কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে নেত্রকোনায় অর্থনৈতিক জোন গঠনের উপর গুরুত্বারোপ করেন পরামর্শ প্রদান করেন সাংবাদিক এ কে এম আব্দুল্লাহ, ভজন দাস, আলতাবুর রহমান কাসেম, আলপনা বেগম, মনোরঞ্জন সরকার, কামাল হোসাইন, নাজনীন সুলতানা সুইটী, শিল্পী ভট্টাচার্য্য, সুজাদুল ইসলাম ফারাস, নজরুল ইসলাম ও জনউদ্যোগ ফেলো সাংবাদিক শ্যামলেন্দু পাল।