কমিউনিটি ক্লিনিকের সেবার মানোন্নয়নে কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা
মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :
সরকার স্বাস্থ্য সেবাকে প্রত্যন্ত অঞ্চলে মানুষের দোড় গোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষে কমিউনিটি ক্লিনিক চালু করে। সেই ক্লিনিকগুলো সুষ্ঠুভাবে পরিচালনার জন্য রয়েছে একটি শক্তিশালী কমিটি। যাতে সম্পৃক্ত রয়েছে স্থানীয় জনপ্রতিনিধি ছাড়াও সরকারী বেসরকারী ব্যক্তিবর্গ। ওই সকল ক্লিনিকগুলোতে সরকারের পাশাপাশি এনজিওগুলো নানাভাবে সহযোগিতা করে থাকে। তেমনি একটি সেবাদানকারী এনজিও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়িয়া এপি। এনজিওটি ক্লিনিকগুলোতে নানা সরঞ্জামাদি ছাড়াও গতিশীল ক্লিনিক পরিচালনা কমিটিতে উদ্ধুদ্ধকরণ প্রোগ্রাম করে থাকে।
প্রতি বছরের ন্যায় এবারও সোমবার (২৩আগস্ট) ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে ফুলবাড়িয়া সদর, কুশমাইল, বাকতা ও কালাদহ ইউনিয়নের ৬ টি কমিউনিটি ক্লিনিকের সেবার মান উন্নয়নের জন্য কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিধান চন্দ্র দেবনাথ এর সভাপতিত্বে পরিকল্পনা প্রনয়ন সভায় অংশ নেন কুশমাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শামছুল হক, বাকতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ ফজলুল হক মাখন, কালাদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নুরুল ইসলাম মাস্টার, উপসহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী, ওয়ার্ড মেম্বার, চিকিৎসক, সিএইচসিপি, কমিউনিটি গ্রুপ ও সাপোর্ট গ্রুপ সদস্যবৃন্দ, সিভিএ দল এবং গন্যমান্য ব্যক্তিবর্গ। সভায় স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়িয়া এপি ম্যানেজার জেমস বিশ্বাস।
সভায় সকলের সক্রিয় অংশগ্রহনের মাধ্যমে কমিউনিটি ক্লিনিকগুলোর সেবার মান উন্নয়নে কার্যকরি কর্ম- পরিকল্পনা গ্রহণ করা হয়।