শিরোনাম

South east bank ad

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় আহত-৮

 প্রকাশ: ২৪ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

জাকির হোসেন, (ফরিদপুর) :

ফরিদপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জ আনসারের জেলা প্রধানসহ অন্তত আটজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল সাড়ে আট টার দিকে ফরিদপুরের ভাঙ্গা মহাসড়কের ভবুকদিয়া নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, আনসারের নিজস্ব পরিবহনে গোপালগঞ্জ থেকে রাজবাড়ীতে যাওয়ার পথে আনসারদের বহনকৃত একটি গাড়ীর চাকা ব্লাস্ট হয়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
দূর্ঘটনায় আহতরা হলেন, গোপালগঞ্জ জেলার আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মো. মাসুদুর রসুল, ল্যান্স নায়েক ইজাল উদ্দিন, হাবিলদার মোজাফফর আলী, ব্যাটালিয়ন আনসার খাইরুল এনাম, ব্যাটালিয়ন আনসার তুলসী সরকার, ব্যাটালিয়ন আনসার মো. নুরুজাম্মান, ব্যাটালিয়ন আনসার মো. ওবায়দুর রহমান, ব্যাটালিয়ন আনসার মো. সোহেল রানা।

তাদের চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে ২ জনকে এয়ার এম্বুলেন্সে এবং ৪ জনকে সড়ক পথে ঢাকায় পাঠানো হচ্ছে।

ফরিদপুরের নগরকান্দা-সালথা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: সুমিনুর রহমান সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এব্যাপারে পুলিশ কাজ করছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: