নোয়াখালী পুলিশ সুপারের ভাসান চর থানা পরিদর্শন
আজ ভাসান চর আরআরআরসি(RRRC) সম্মেলন কক্ষে নোয়াখালী জেলার নব যোগদানকৃত পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম,পিপিএম এর সাথে ভাসান চরের সামগ্রিক আইনশৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শহীদুল ইসলাম, পিপিএম সহ সংশ্লিষ্ট সকল অফিসার ও কর্মকর্তাবৃন্দ। মতবিনিময় সভায় পুলিশ সুপার আইনশৃঙ্খলা ও রোহিঙ্গা জনগোষ্ঠীর সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রিফিং প্রদান করেন। সবাইকে আন্তরিকতার সহিত কাজ করার আহ্বান জানান।
পরবর্তীতে ভাসান চর থানা পরিদর্শন করেন এবং সকল অফিসার ও ফোর্সদের সুশৃঙ্খলভাবে সম্মানের সহিত কাজ করার জন্য নির্দেশনা প্রদান করেন।