আইভি রহমানের মৃত্যুবার্ষিকী পালিত
আব্দুর রহমান, (নেত্রকোণা) :
প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের স্ত্রী ও মহিলা আওয়ামী লীগের নেত্রী আইভি রহমানের ১৭ তম মৃত্যুবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে নেত্রকোণার আটপাড়ায় পালিত হয়েছে।
দিনটি উপলক্ষে মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ১০ টায় আটপাড়া উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, আইভি রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, শ্রদ্ধা নিবেদন, আলোচনাসভা, দোয়া ও মিলাদ মাহফিলসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ আওয়ামীলীগ আটপাড়া উপজেলার সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হাজী খায়রুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস রানা আঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা ছাত্রলীগ, যুবলীগ, মহিলালীগসহ বিভিন্ন সহযোগী সংগঠন, এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীগণ৷
আলোচনা সভায় আইভী রহমান সহ গ্রেনেড হামলার নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।