শিরোনাম

South east bank ad

বিচারপতি আমির হোসেনের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করলেন আইনমন্ত্রী

 প্রকাশ: ২৪ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

হাইকোর্ট বিভাগের বিচারপতি আমির হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
আজ মঙ্গলবার ২৪ আগস্ট এক শোক বার্তায় আইনমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


আজ সকাল ৮টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) বিচারপতি আমির হোসেনের মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন।
বিচারপতি আমির হোসেন ২০১৫ সালে বাংলাদেশ সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০১৭ সালের তাকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য হিসেবে নিয়োগ পান।


বিচারপতি আমির হোসেনের মৃত্যুতে পৃথক শোক জানান আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার।
শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: