শিরোনাম

South east bank ad

ছাত্রলীগের করোনা প্রতিরোধক বুথ স্থাপন

 প্রকাশ: ২৪ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আব্দুর রহমান, (নেত্রকোনা) :

নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোবায়েল আহম্মেদ খানের উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ দুইটি স্থানে করোনা প্রতিরোধক বুথ উদ্বোধন করা হয়েছে।

এই সব বুথ থেকে বিনামূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার নিয়ে ব্যবহার করতে পারবেন পথচারীরা। বুথে আছে ব্যবহৃত মাস্ক ফেলার জায়গা সহ বিভিন্ন সুবিধা। বুথগুলো খোলা থাকবে সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোবায়েল আহম্মেদ বলেন, সাংগঠনিক কর্মকাণ্ড ছাড়াও নেত্রকোণা জেলা ছাত্রলীগ বরাবরই বিভিন্ন ধরনের সেবামূলক কর্মকাণ্ডে নিয়োজিত রয়েছে। গত বছর সারাদেশে করোনা মহামারি ছড়িয়ে পড়ার পর থেকেই ছাত্রলীগ করোনা প্রতিরোধ ও করোনায় অসহায় কর্মহীন মানুষকে সহায়তায় কাজ করে আসছে। করোনা বুথ স্থাপনও আমাদের আরেকটি সেবামূলক কর্মকাণ্ড। আপাতত শহরের দুইটি স্থানে বুথ স্থাপন করা হলো। পর্যায়ক্রমে শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানেও এ ধরনের বুথ স্থাপন করা হবে। বুথগুলোর হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক শেষ হয়ে গেলে সেগুলোতে নতুন করে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক দেয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন, সাইফুল ইসলাম খান শুভ্র, জাকির হোসেন,মানিক মিয়া,আবির মিঠুন, জাহিদুল হাসান সাকি, পাপন সরকার,সৈয়দ আল রাকিব, তোফায়েল আহম্মেদ, তানভীর হোসেন বাঁধন, জাহিদ হাসান প্রান্ত, সুশান্ত সরকার সুমন, লিহান খান,আমানুল্লাহ আমান সহ আরো অনেকেই।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: