ফরিদপুর সদর উপজেলার পরিষদের আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
জাকির হোসেন, ফরিদপুর:
ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। (২৩ আগষ্ট) সোমবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লার সভাপতিত্বে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। এসময় সভায় বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে আধিপত্য বিস্তার, গবাদি পশু চুরি, কিশোরদের আড্ডা, মাদক নিয়ন্ত্রনে কঠোর আইন প্রয়োগ, বাল্য বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ, যানজট নিরসন ও পুলিশ সদস্যদের নিয়মিত টহল আরো জোরদার সহ নানা দিক নিয়ে আলোচনা করা হয়। আইন শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজা, নবাগত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলম, কোতয়ালী থানা অফিসার ইনচার্জ এম এ জলিল, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস. এম. সরোয়ার হোসেন (সন্টু), মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার ইফতেখার মোহাম্মদ ইকু, অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ চৌধুরী বারী, মাচ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদ মুন্সি, ঈশান গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম মজনু, চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুন্নাহার মহিত, গেরদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন, চরমাধবদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা সাইফুল ইসলাম আজম, ডিক্রিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু, কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা কামাল, নর্থচ্যানেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তাকুজ্জামান মোস্তাক। এসময় উপজেলা পরিষদের সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণসহ কমিটির সদস্য বৃন্দদের অংশগ্রহনে সকল ইউনিয়নের আইন শৃঙ্খলা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।