শিরোনাম

South east bank ad

গৌরীপুরে ভ্রাম্যমান আদালতে তিন মাদকসেবীর জেল-জরিমানা

 প্রকাশ: ২৩ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :

ময়মনসিংহের গৌরীপুরে গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে ভ্রাম্যমান আদালতে স্থানীয় তিন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও হাসান মারুফ রবিবার অভিযান পরিচালনা করে এ দন্ড দেন।

দন্ড প্রাপ্তরা হল- এ উপজেলার শালিহর গ্রামের আবু ছিদ্দিকের ছেলে জামাল মিয়া (৩৬), মৃত রজব আলীর ছেলে স্বপন মিয়া (৪০) ও সুরুজ আলীর ছেলে মাসুদ মিয়া (৩৫)। মাসুদ মিয়াকে এক বছরের জেল ও ২০ হাজার টাকা জরিমানা এবং অন্য দুইজনকে পাঁচ মাস করে জেল ও ৩ হাজার টাকা করে অর্থদন্ড দেয়া হয়েছে।
উল্লেখিত মাদকসেবীদের কাছ থেকে উদ্ধারকৃত গাঁজা আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। অভিযানে সহযোগিতা করেন গৌরীপুর থানার পুলিশ।

এ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন ইউএনও’র অফিস সহকারি মোঃ রইছ উদ্দিন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: