নেত্রকোণা জেলা পরিষদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর
আব্দুর রহমান,নেত্রকোণাঃ
জেলা পরিষদ মিলনায়তনে সোম বার সকাল ১১টায় নেত্রকোনা জেলা পরিষদের আয়োজনে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় কোভিড-১৯ (করোনাভাইরাস) মোকাবেলায় নেত্রকোণা জেলার দরিদ্র জনসাধারণের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী জেলা পরিষদের সম্মানিত সদস্যদের মাধ্যমে বিতরণের লক্ষে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়। সুরক্ষা সামগ্রীর মধ্য ছিলো
হ্যান্ড স্যানিটাইজার ৪১৬৬৬ পিছ, হ্যান্ড ওয়াশ ৫২০৮ পিছ, সাবান ৫৫৬০০ পিছ, মাক্স ৫২৬৩১ পিছ, ব্যাগ ৫৫০০ পিছ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, জিয়া আহম্মেদ সুমন স্থানীয় সরকার উপ পরিচালক উপ সচিব এবং জেলা পরিষদের ভারপ্রাপ্ত নিবার্হী কর্মকর্তা, জেলা পরিষদের ইঞ্জিনিয়ার মোঃ আল আমিন, জেলা পরিষদের সকল প্যানেল চেয়ারম্যান, জেলা পরিষদের সকল সদস্য সহ নেত্রকোনায় কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।