শিরোনাম

South east bank ad

র‌্যাবের অভিযানে ছয় অবৈধ আগ্নেয়াস্ত্রসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার

 প্রকাশ: ২৩ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

রাজশাহী ব্যুরো:

রাজশাহী অঞ্চলের র‌্যাব-৫ এর নিয়ন্ত্রণাধীন এলাকা নওগাঁয় অভিযান চালিয়ে ৬টি আগ্নেয়াস্ত্র, গুলিসহ দুই অস্ত্র ব্যবাসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত রবিবার (২২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে জেলার নিয়ামতপুর উপজেলা আড্ডা বাজার পূর্বপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। সোমবার (২৩ আগস্ট) দুপুরে রাজশাহী র‌্যাব-৫ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান তালুকদার এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তপুর উপজেলার শেখপাড়া এলাকার কিবরিয়া রাজুর ছেলে মো. হৃদয় (২৭) ও হামিদপাড়া এলাকার আফাজের ছেলে মো. শিশির (২০)।

সংবাদ সম্মেলনে জানানো হয়- রবিবার সন্ধ্যায় র‌্যাব-৫ এর একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলার ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় একটি বিদেশি রিভলবার, ৫টি ওয়ান শুটারগান, ১ রাউন্ড গুলি ও কিছু টাকাসহ এই দুইজনকে গ্রেপ্তার করা হয়। অস্ত্রগুলো তারা চাঁপাইনবাবগঞ্জের রহনপুর উপজেলা থেকে অটোরিকশাযোগে নওগাঁয় নিয়ে যাচ্ছিলো। পরবর্তীতে অস্ত্রগুলো নওগাঁ থেকে ট্রাকযোগে বগুড়ায় নিয়ে যাওয়ার কথা ছিলো বলে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে র‌্যাব-৫ এর কর্মকর্তা মেজর আশরাফুল ইসলাম, মেজর মো. শাকিব ও মেজর মোরশেদ হাসান উপস্থিত ছিলেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: