করোনা প্রতিরোধে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন আওয়ামিলীগ নেতা তুহিন আহাম্মদ
আব্দুর রহমান (নেত্রকোণা):
নেত্রকোণায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে বর্তমান করোনা পরিস্থিতি প্রতিরোধে আওয়ামিলীগ নেতা ইঞ্জিনিয়ার তুহিন আহাম্মদ খান প্রধানমন্ত্রীর পক্ষে পূর্বধলা হাসপাতালের জন্য জেলা প্রশাসকের নিকট ১৪টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন।
আজ সোমবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুমের সঞ্চালনায় অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেত্রকোণা জেলা প্রশাসক কাজী মোহাম্মদ আবদুর রহমান।
এতে বক্তব্য রাখেন সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ উত্তম পাল, পূর্বধলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার ডাঃ মুহাম্মদ শাহীন, উপজেলা কৃষক লীগের সভাপতি আইয়ুব আলী,
জেলা প্রেসক্লাব সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সম্পাদক এম মোখলেছুর রহমান খানসহ অন্যান্য অতিথি বৃন্দরা।