জামালপুরে পাঁচ দফা দাবীতে ধর্ম প্রতিমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান
শামীম আলম, (জামালপুর):
জামালপুরে পাঁচ দফা দাবীতে স্মারকলিপি প্রদান করেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণীর কর্মচারীরা। ইসলামপুর জেলা পরিষদ ডাক বাংলায় ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ ফরিদুল হক খান দুলাল এমপির কাছে সংগঠনের সভাপতি জাফর আলীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বেতন গ্রেড ১১ তম প্রদান, পদের নাম পরিবর্তন ও শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করনসহ ৫ দফা দাবী আদায়ে স্মারকলিপি প্রদান করা হয়।
আজ সোমবার সকালে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ জেলা শাখা স্মারকলিপি প্রদান করে। সংগঠনের সভাপতি জাফর আলীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল স্থানীয় এমপির সাথে দীর্ঘক্ষণ ৫দফা দাবীর বিষয়ে আলোচনা করেন । পরে তাদের দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়ে বলেন , আপনাদের ৫দফা দাবীর বিষয়ে নিয়ে কথা বলবো। ইসলামপুর জেলা পরিষদ ডাক বাংলায় ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ¦ মোঃ ফরিদুল হক খান দুলাল এমপির কাছে সংগঠনের সভাপতি জাফর আলীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বেতন গ্রেড ১১ তম প্রদান, পদের নাম পরিবর্তন ও শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করনসহ ৫ দফা দাবী আদায়ে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ,সহ-সভাপতি সাদ্দাম হোসেন , সহ- সভাপতি আব্দুল হাই, জেলা সাধারন সম্পাদক মামুন অর-রশিদ সরকার , সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, আব্দুল কাদের , মাফুজুর রহমান রোমান, তারেক , জাহিদুল,ওয়াজেদ , আবু বক্কর সিদ্দিক ,কামরুল ইসলাম, রফিকুল ইসলাম , উসমান গনি , আব্দুল্লাহ সরকার , জরিপ উদ্দিন , শাহীন আলম , মোছাঃ রাশিদাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।