বাগেরহাটে করোনা ভাইরাস প্রতিরোধে দুইদিনব্যাপী জনসচেতনামূলক কর্মশালা শুরু
এস এম সামছুর রহমান (বাগেরহাট প্রতিনিধি):
নো মাস্ক, নো সার্ভিস এই শ্লোগানে বাগেরহাটে করোনা ভাইরাস প্রতিরোধে দুইদিনব্যাপী জনসচেতনামূলক কর্মশালার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশনে প্রধান অতিথি হিসেবে উস্তিত থেকে এই কর্মশালার উদ্বোধন করেন, বাগেরহাটের জেলা প্রশাসক মো: আজিজুর রহমান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দীন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাড. ভূইয়া হেমায়েত উদ্দীন, বাগেরহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক আলহাজ্ব আ: বাকি তালুকদার প্রমুখ।
আইসিটি বিভাগের অর্থায়নে জেলা প্রশাসনের আয়োজনে এই কর্মশালায় সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।