জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে রংপুর জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করলেন জেলা পুলিশ রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বিপিএম বার পিপিএম।
জেলার বিভিন্ন থানা ও জেলা পুলিশের বিভিন্ন পতিত জমি বৃক্ষরোপনের উপযোগী করে ফলজ,বনজ ও ঔষধি গাছের প্রায় পাঁচ হাজার চারা রোপণের এ কর্মসূচিকে সফল করতে এর পেছনের সকল সদস্যকে জেলা পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন পুলিশ সুপার রংপুর।
একই সাথে এ ধরনের উদ্যোগ গ্রহণে সমাজের বিভিন্ন অংশের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে এগিয়ে আসতেও অনুরোধ করেছেন তিনি।