শিরোনাম

South east bank ad

বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিকস সামগ্রী জব্দ

 প্রকাশ: ২২ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আব্দুর রহমান, (নেত্রকোণা) :

নেত্রকোণায় বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)’র অভিযানে ৩৭,২৫,০০০/- (সাইত্রিশ লক্ষ পঁচিশ হাজার) টাকা মূল্যের ১৪,৯০০ পিস ভারতীয় ক্লিন এন্ড ক্লিয়ার ফেস ওয়াশ জব্দ করা হয়েছে।

রোববার (২২আগস্ট) নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম জাকারিয়া গণমাধ্যমের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে জাননো হয়, রবিবার ভোর রাত দেড়টার দিকে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) দূর্গাপুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ভরতপুর বিওপি’র নায়েব সুবেদার মোঃ ফরিদুল ইসলাম খাঁনের নেতৃত্বে ১০ সদস্যের একটি টহল দল কর্তৃক সীমান্ত পিলার ১১৬৭/৭-এস এর নিকটস্থ গাজীরকোণা নামক স্থান হতে ১৪,৯০০ পিস ভারতীয় ক্লিন এন্ড ক্লিয়ার ফেস ওয়াশ জব্দ করা হয়। যার সর্বমোট সিজার মূল্য ৩৭,২৫,০০০।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটককৃত চোরাচালানী মালামাল নেত্রকোণা কাষ্টমস অফিসে জমা করা হবে এবং কোন চোরাকারবারী আটক করা সম্ভব হয়নি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: