ফরিদপুরে গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা ও দোয়া মাহফিল
জাকির হোসেন, (ফরিদপুর) :
ফরিদপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দদের হত্যার উদ্দেশ্যে ২১ আগস্ট চালানো বর্বরোচিত গ্রেনেড হামলায় জননেত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহতের ঘটনায় ১৭ তম বার্ষীকি উপলক্ষে জেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নিহতদের স্মরনে শনিবার বিকেলে শহরের লাভলু খান সড়কে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ সুবল চন্দ্র সাহার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বিপুল ঘোষ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন, এফবিসিসিআই এর সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ.কে.আজাদ, সহ-সভাপতি শামীম হক, এফবিসিসিআইয়ের পরিচালক ও বেঙ্গল ব্যাংকের পরিচালক এবং ফরিদপুর পূজা উদযাপন কমিটির সভাপতি সিআইপি ডক্টর যশোদা জীবন দেবনাথ, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ , সাংগাঠনিক সম্পাদক কে এম সেলিম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র অমিতাভ বোস, জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক ভোলা মাস্টার, সাবেক নেতা সাইফুল আহাদ সেলিম, জেলা যুবলীগের সাবেক সভাপতি ফারুক হোসেন, সাবেক ছাত্রনেতা মনিরুল হাসান মিঠু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ঝর্ণা হাসান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ, জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ আক্কাছ হোসেন, জেলা আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা ও জেলা মহিলা লীগের সদস্য সচিব আইভি মাসুদ, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ জাহিদ ব্যাপারী, মাইনউদ্দি আহম্মেদ মানু, জেলা আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ আবুল ফয়েজ শাহনেওয়াজ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সাধারণ সম্পাদক শামচুল আলম চৌধুরী, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ প্রদীপ কুমার দাস লক্ষণ প্রমুখ।
এ সময় আওমীলীগের বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ্যাডঃ অনিমেষ রায়।