শিরোনাম

South east bank ad

স্বস্তির নিঃশ্বাস নিতে পারকি সমুদ্র সৈকতে পর্যটকদের ভীড়

 প্রকাশ: ২১ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এম.এম.জাহিদ হাসান হৃদয়, (আনোয়ারা) :

করেনা মহামারীর সংক্রমণ রোধে দীর্ঘ সাড়ে ৪মাস দেশের সব পর্যটন কেন্দ্র বন্ধ থাকার পর গত ১২ আগষ্ট সব পর্যটন কেন্দ্র সমূহ খোলার সিদ্ধান্ত নেন সরকার। এমন সিদ্ধান্তের পেক্ষিতে দেশের অন্যন্য পর্যটন কেন্দ্রের মতো সাগর কন্যা নামে খ্যাত চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবস্থিত পারকি সমুদ্র সৈকতকে ঘিরে প্রস্তুতি নিতে শুরু করে পারকি বীচের আশেপাশের দোকানপাট।

গত কাল শুক্রবার (২০ আগষ্ট) পারকী বীচ ঘুরে দেখা যায়, আনোয়ারা উপজেলাসহ আশেপাশের বিভিন্ন উপজেলা থেকে বাইক,সিএনজি, প্রাইভেট কার সহ নানা যানবাহন করে আসছেন দর্শনার্থীরা। অনেককেই দেখা যায় মাইক,সাউন্ড নিয়ে ট্রাকে করে নেচে নেচে আসতে। কেউ আসছেন পরিবার নিয়ে আবার কেউবা বন্ধুদের সাথে। এসমস্ত পর্যটকদের মধ্যে যুবক-যুবতী থেকে শুরু করে রয়েছেন শিশু ও বৃদ্ধাও।
কেউ বাইক নিয়ে ছুটছে, কেউ ঘোড়া দৌড়াচ্ছে, কেউ সাগরের সৌন্দর্য উপভোগ করছে ঘুরে, কেউ বন্ধুদের সাথে মেতেছে ফুটবলে,কেউ সময় পার করছে জুয়াড়িতে, আবার কেউ ব্যস্ত সেল্পিতে। সমস্ত পারকী বীচ জুড়ে এইসমস্ত দৃশ্যই চোখে পড়ে।
তবে,মানুষের সমাগম বাড়লেও লক্ষ্য করা যায়না স্বাস্থ্যবিধি মানার বিষয়টি। পর্যটকদের অধিকাংশের মুখে মাস্ক ছিলোনা,মানা হচ্ছিল না সামাজিক দূরত্বও।

বীচে পরিবার নিয়ে ঘুরতে আসা শাহাদাত নামের এক দর্শনার্থী বলেন,বছরজুড়ে করোনা মহামারীর কারণে সব কিছু বন্ধ থাকায় তেমন কোথাও যাওয়া হয়নি। বাচ্চারা ঘরে থাকতে থাকতে কেমন জানি হয়ে যাচ্ছে তাই পরিবারের সকলকে নিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে ঘুরতে এসেছি।

বীচে থাকা এক দোকানীর সাথে কথা হলে তিনি বলেন, সারাবছর লগডাউন-শাটডাউনের ফলে তেমন ব্যবসা হয়নি। এতদিন দোকান বন্ধ ছিলো গত বৃহস্পতিবার থেকে খুলেছি। বৃহস্পতিবার তেমন পর্যটক না আসলেও আজ থেকে পর্যটক আসা শুরু করছে। এতদিন অনেক কষ্ট করে দিন কাটাইছি হয়তো এআার একটু স্বস্তি পাবো।

পারকী বীচের সার্বিক অবস্থা নিয়ে পারকী বীচ পরিচালানা কমিটির সভাপতি,উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ এর সাথে কথা হলে তিনি জানান,এটা যেহেতু কর্ণফুলী থানার আওতায় তাই বন্দর পুলিশ ফাঁড়ী এটার নিরাপত্তার বিষয়ে কাজ করে। আর পারকী বীচের জন্য টুরিস্ট পুলিশের একটি ক্যাম্প করার বিষয়ে উর্ধতন কর্মকর্তা সাথে কথা বলেছি আশা করছি শীঘ্রই এটা হয়ে যাবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: