শিরোনাম

South east bank ad

শ্রমিকের হাত-পা বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার

 প্রকাশ: ২১ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শামীম আলম, (জামালপুর) :

জামালপুরের সরিষাবাড়ীতে লিটন মিয়া (২৫) নামে এক হোটেল কর্মচারি যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লিটন সরিষাবাড়ী পৌরসভার তাড়িয়াপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। শনিবার সকালে লিটনের নিজ ঘর থেকে তার হাত-পা বাঁধা অবস্থায় ঝুলন্ত লাশ পাওয়া যায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লিটন মিয়া সরিষাবাড়ী কেন্দ্রীয় বাসটার্মিনালে করম আলীর হোটলে কর্মচারির কাজ করতেন। শুক্রবার রাতে তিনি কাজ শেষে বাড়িতে এসে ঘুমিয়ে পড়েন। শনিবার সকালে কর্মস্থলে না গেলে হোটেল মালিক করম আলী তাকে ডাকতে বাড়িতে যান। এ সময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে ডাকাডাকি করতে থাকেন তিনি। কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরের ভেতরে গেলে লিটন মিয়াকে হাত-পা বাঁধা ও ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনাস্থলে গিয়ে লাশের হাত-পা বাঁধা দেখতে পাইনি, তবে স্থানীয়দের কাছে এমনটি শুনেছি। ময়নাতদন্তের রিপোর্ট ও ঘটনা তদন্তের আগে মৃত্যুর কারণ বলা যাচ্ছে না বলেও তিনি জানান।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: