গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাফিল
খন্দকার রবিউল ইসলাম, (রাজবাড়ী) :
২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউয়ে সন্ত্রাসী হামলায় নিহতের স্মরণে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাফিল অনুষ্ঠিত হয়েছে।
২১ আগস্ট শনিবার বিকেলে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানের প্রতিকৃতিকে পুষ্পমাল্য অর্পণ করেন নেতাকর্মীরা।
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও রাজবাড়ী এক আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী,জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আবদুল জব্বার, এড. গণেশ নারায়ণ চৌধুরী, সাবেক পৌর মেয়র মোহাম্মদ আলী চৌধুরী, হেদায়েত আলী সোহরাব, যুগ্ন সাধারণ সম্পাদক মো. শফিকুল আজম মামুন, এড. মো. রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ওহিদুজ্জামন শেখ,পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড উজির আলী শেখ, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম (শফি), জেলা ছাত্র লীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব প্রমুখ।
এসময় আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন ২১আগস্ট গ্রেনেড হামলা করে ঘাতকরা শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। বাংলাদেশকে একটি তাঁবেদার রাষ্ট্র বানানোর পরিকল্পনা করেছিল। কুচক্রীদের সেই স্বপ্ন পূরণ হয়নি। তাই ওরা জঙ্গিবেশে গুপ্তহত্যা চালিয়ে দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে চাইছে। শেখ হাসিনার সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে তাঁর হাতকে আরো শক্তিশালী করার জন্য সব কছিু ভুলে এক সাথে কাদেঁ কাধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান নেতারা।
আলোচনা সভায় সঞ্চালনা করেন জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক এডঃ শফিকুল হোসেন। পরে ২১শে আগস্ট গ্রেনেড হামলায় সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।