ভালুকায় শ্বশুরবাড়ি থেকে ব্যাবসায়ীর লাশ উদ্ধার
জাহিদুল ইসলাম খান, (ভালুকা) :
ময়মনসিংহের ভালুকায় নিজ শশুরবাড়ি থেকে জালাল উদ্দিন (৪৫) নামের এক ব্যাবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উপজেলার মেহেরাবাড়ি নামক স্থানে।
নিহত জালাল উদ্দিন উপজেলার রাংচাপড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে।
ভালুকা মডেল থানার উপ পুলিশ পরিদর্শক মো. হারুন অর রশিদ জানান, ঘটনার আগের দিন স্ত্রী ও সন্তানদের সাথে পারিবারিক কলহ হয়েছিলো। সেই অভিমান থেকে আত্মহত্যা করতে পারে। তবে লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে বুঝা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। নিহত জালাল উদ্দিন শশুরবাড়িতে থেকে হোটেল ব্যাবসা করতো।
নিহতের বড় ভাই মজিবুর রহমান বলেন, ‘আমার ভাইকে খুন করা হয়েছে। আমার ভাইকে এর আগেও একাধিকরার মারপিট করেছে তারা। আমি সঠিক বিচার চাই।’
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা (৫৭/২১-৮-২০২১ ইং) রুজু হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।