মাদক ব্যবসায়ীর কামড়ে সিপাই আহত
মেহেদী হাসান শরীফ, (নিজস্ব প্রতিনিধ) :
ভোলার দৌলতখানে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ইসমাইল (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেফতার করার সময় ইসমাইলে কামড়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই জিয়াউদ্দিন, নোটন কুমার দাস এবং ওয়্যারলেস অপারেটর ইন্দ্রজিৎ বিশ্বাস আহত হন। আহতরা ভোলা সদর জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৮ টায় উপজেলার চরপাতা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের নৈইমদ্দিন বাজার থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ইসমাইল ওই ইউনিয়নের লেজপাতা গ্রামের ইউসুফ মাঝির ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) সফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে মাদক ব্যবসায়ী ইসমাইলকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করার সময়ে ধস্তাধস্তির একপর্যায়ে ইসমাইলের কামড়ে দুইজন সিপাই ও একজন ওয়্যারলেস অপারেটর আহত হন।
এঘটনায় তিনি বাদী হয়ে দৌলতখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করলে গ্রেফতার ইসমাইলকে শনিবার থানা পুলিশ ভোলা জেলা-হাজতে সোপর্দ করেন।