শ্রীবরদীতে র্যাবের হাতে মাদকসহ গ্রেফতার-২
শেখ সাঈদ আহাম্মেদ সাবাব, (শেরপুর) :
শেরপুরের শ্রীবরদী উপজেলার মালাকোচা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে ১৯ বোতল বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪।
১৯ আগষ্ট পরিচালিত এ অভিযানে গ্রেফতারকৃতরা হচ্ছে শ্রীবরদী উপজেলার বালিজুরি গ্রামের আঃ সাত্তারের ছেলে তারা মিয়া (২৫) ও মোস্তফার ছেলে মনির (২১)।
র্যাবের এক প্রেস ব্রিফিংএ জানানো হয়, র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান ও স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার এম.এম. সবুজ রানার নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল ১৯ আগষ্ট শেরপুর জেলার শ্রীবর্দী থানাধীন মালাকোচা গ্রামস্থ মালাকোচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী তারা মিয়া ও মোঃ মনিরকে ১৯ বোতল বিদেশী মদ এবং ০২ টি মোবাইল সেটসহ গ্রেফতার করা হয়।
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ শেরপুর জেলার শ্রীবর্দী থানাধীন বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। পরে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে শ্রীবর্দী থানায় মামলা দায়ের করা হয়েছে।