ত্রিশালে মহাসড়কে বিশেষ দোয়া
আব্দুল্লাহ আল ফাহাদ, (ত্রিশাল) :
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল উপজেলার বইলর ইউনিয়ন এলাকায় অতিসম্প্রতি বেড়ে গেছে সড়ক দুর্ঘটনা। উপজেলার বইলর ইউনিয়নের মঠবাড়ি বড় পুকুরপাড় এলাকাতেই গত এক সপ্তাহে ঘটেছে ৫টি সড়ক দুর্ঘটনা। এতে ৭ জন নিহতসহ আহত হয়েছেন অন্তত ২৪ জন।
এলাকাটি দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেতে মহাসড়কে দাঁড়িয়ে বিশেষ দোয়া মাহফিল করেছেন ওই এলাকার বাসিন্দারা।
শুক্রবার (২০ আগস্ট) দুপুরে বড় পুকুরপাড় জামে মসজিদের সামনে এ কর্মসূচিতে অংশ নেন গ্রামের শতাধিক মানুষ।
দোয়ায় অংশ নেওয়া স্থানীয় জসিম উদ্দিন নামের একজন বলেন, এলাকাটিতে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে যাচ্ছে। মানুষ মৃত্যুবরণ করছে। এলাকার মানুষও আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছে, কখন কী হয়ে যায়। আল্লাহ যেন আমাদের সকলকে এসব দুর্ঘটনা থেকে সবাইকে রক্ষা করেন সেজন্য দোয়ায় অংশ নিলাম।
সাকিব মিয়া নামে আরেকজন বলেন, সড়ক দুর্ঘটনা রোধে ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। কেউ যথাযথ দায়িত্ব পালন করছেন না। এতে দুর্ঘটনা রোধ করা যাচ্ছে না। তাই এর প্রতিকারের জন্য সৃষ্টিকর্তার কাছেই ফরিয়াদ জানালাম।