তজুমদ্দিনে প্রীতি ফুলবল খেলায় মনপুরা একাদশ জয়ী
এম, নুরুন্নবী, (তজুমদ্দিন) :
ভোলার তজুমদ্দিনে প্রীতি ফুটবল খেলায় মনপুরা উপজেলা তজুমদ্দিন উপজেলা একাদশ কে ২-১ গোলে হারিয়েছে। বৃহস্পতিবার (১৯ আগষ্ট) বিকেল সাড়ে টায় তজুমদ্দিন ক্রীড়া সংস্থার আয়োজনে চাঁদপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত এ ফুটবল ম্যাচের প্রথমার্ধের খেলায় মনপুরা দুই গোলে থাকে। পরের বিরিতীর পর তজুমদ্দিন একাদশ এক গোল করে খেলায় প্রতিরোধের চেষ্টা করে। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় মনপুরা ২-১ গোলে জয় লাভ করে।
প্রীতি এ ফুটবল ম্যাচের উদ্ভোধন করেন তজুমদ্দিন উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মেহেদী হাসান মিশু হাওলাদার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তুহিন তালুকদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম নুরনবী, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, কামাল উদ্দিন প্রমুখ।