মুন্সিগঞ্জে বিদেশী বিয়ার ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার
মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জ সদর উপজেলায় বিপুল পরিমাণ বিদেশী বিয়ার ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মহেশপুর এলাকার সুরুজ এর পরিত্যক্ত ঘরের ভেতর থেকে ৪০৮ পিস বিয়ার ও ৫ কেজি বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর মোল্লাকান্দি ইউনিয়নের মহেশপুর এলাকার সুরুজ এর পরিত্যক্ত ঘরের ভেতর অভিযান পরিচালনা করি। এসময় ঘরের ভেতর থেকে ৪০৮ পিস বিদেশী বিয়ার, ৫ কেজি বিস্ফোরক দ্রব্য ও ককটেল তৈরির ২ কেজি ভাঙ্গা কাচের গুঁড়া উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, বাড়ির মালিক সুরুজ দীর্ঘ ৭ বছর ধরে ঢাকা থাকেন। তবে বাড়ির দায়িত্বে থাকা কেয়ারটেকার খলিল বেপারি এ ঘটনায় জড়িত। উদ্ধারের খবর পাওয়ার পরই খলিল পলাতক রয়েছে। এই ব্যাপারে মামলা প্রক্রয়াধীন রয়েছে।