ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার নয়া ওসি শাহ কামাল
এইচ এম জোবায়ের হোসাইন
রাষ্ট্রীয় পুরষ্কারপ্রাপ্তসহ পুলিশ রেঞ্জ ও জেলায় বার বার শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা হিসেবে পুরস্কারপ্রাপ্ত ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র আলোচিত ওসি জেলার আইনশৃঙ্খলা রক্ষায় অনন্য ভূমিকা পালনকারী এবং করোনাকালীন সময়ে অসামান্য মানবিকতার দৃষ্টান্ত স্থাপনকারী চৌকস মেধাবী পুলিশ কর্মকর্তা শাহ কামাল হোসেন আকন্দ বৃহস্পতিবার ১৯ আগষ্ট বিকেলে বিকেলেই কোতোয়ালী মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেন। ডিবি থেকে বৃহস্পতিবারই বিদায় নেন।
সততা, দক্ষতা ও মেধার সংমিশ্রনে অর্পিত দায়িত্ব পালন করে পুলিশ বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন শাহ কামাল হোসেন আকন্দ গত ৩ বছর ডিবি ময়মনসিংহের ওসি হিসেবে দায়িত্ব পালনকালে ৬১ কোটি টাকার মাদক উদ্ধার ছাড়াও ৪৪ টি ক্লুলেস মার্ডার কেসের রহস্য উন্মোচন করে নগরব্যাপী আলোচনায় শিরোনাম হন। কোতোয়ালী ওসি ফিরোজ তালুকদার বিদায় নেবার পর কে কোতোয়ালী মডেল থানার ওসি হিসেবে যোগ দিচ্ছেন এ নিয়ে নগরময় আলোচনা ছিল।
বৃহস্পতিবার দুুপুরে ডিবি কার্যালয়ে শাহ কামাল হোসন আকন্দকে বিদায় দেয়া হয়। এ সময় ডিবির ওসি তদন্ত ফারুক আহমেদ, এস আই আনোয়ার হোসেন, দেবাশীষ সাহা প্রমুখ বক্তব্য রাখেন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করায় রেঞ্জ ডিআইজি এবং ময়মনসিংহ পুলিশ সুপারের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে শাহ কামাল আকন্দ জানান, জনগণের কাঙ্খিত পুলিশী সেবা ও জনসাধারণের জানমালের নিরাপত্তা বিধানসহ সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে আপ্রাণ চেষ্টা করবে। দায়িত্ব পালনে তিনি ময়মনসিংহ বাসীর সহযোগিতা ও সকলের নিকট দোয়া কামনা করেছেন।